মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বাইড়া সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। সেই জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন বিএনপি নেতা সাইদুল হক ভূইয়া। নিজস্ব অর্থায়নে সড়কে ইট ও খোয়া দিয়ে সড়কটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলেন তিনি।
বাহরাইন প্রবাসী সাইদুল হক ভূইয়া বাহরাইন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাপিতলা গ্রামের মৃত মুলফত আলী ভূইয়ার ছেলে। তিনি এই সড়ক সংস্কার ছাড়াও এলাকায় সাধারণ মানুষের পাশে দাড়িয়ে মানবিক সহায়তা করে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বাইড়া সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই কাদা জমে যেত, সৃষ্টি হত বড় বড় গর্ত। এতে সাধারণসহ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ত। বিষয়টি জানতে পেরে বিএনপি নেতা সাইদুল হক ভূইয়া নিজ উদ্যোগে সড়কটি সংস্কার কাজ শুরু করেন।
স্থানীয় মাহাবুব মোল্লা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন অনেক স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাট-বাজারের কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে। রাস্তার অবস্থা খারাপ থাকায় আমাদের দূর্ভোগ পোহাতে হচ্ছিলো। সাইদুল ভাই নিজ অর্থায়নে সড়ক সংস্কার করছেন। এখন আমাদের চলাচল করতে কোন অসুবিধা হচ্ছে না।
স্কুলছাত্রী ইয়াসমিন আক্তার বলেন, রাস্তা খারাপ থাকার কারণে বৃষ্টির সময় হেঁটে স্কুলে যাওয়া ছিল কষ্টসাধ্য। রাস্তাটি ঠিক হওয়ায় আমাদের বিদ্যালয়ে যাতায়াত করতে এখন আর সমস্যা হচ্ছে না। আমরা অনেক খুশি।
বাহরাইন মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক সাইদুল হক ভূইয়া বলেন, সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল। প্রতিদিন এ পথে মানুষকে দুর্ভোগ পোহাতে হত। বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার সাথে আলোচনা করি। দাদার নির্দেশে জনদুর্ভোগ লাঘবের জন্য সড়ক সংস্কার কাজ শুরু করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এবং মানুষের কষ্ট লাঘবে সবসময় জনগণের পাশে থাকতে চাই।


