ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

‘টাকার জন্য আমি কোনো বিয়ে বাড়িতে নাচব না’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৮:২২ এএম
রণবীর কাপুর। ছবি- সংগৃহীত

বলিপাড়ার একঝাঁক তারকা যখন উদয়পুরে শিল্পপতি রমা রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার রাজকীয় বিয়েতে হাজির, তখন অনুপস্থিত ছিলেন কাপুর পরিবারের ‘লেডি কিলার’ রণবীর কাপুর। রণবীর সিং, শাহিদ কাপুর, নোরা ফতেহিসহ বহু তারকা বিয়েতে পারফর্ম করলেও রণবীর কাপুরকে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের বিভিন্ন ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হয় প্রশ্ন-কেন নেই রণবীর?

এই আলোচনার মধ্যেই সামনে আসে রণবীর কাপুরের এক দশক পুরোনো একটি সাক্ষাৎকার। ২০১১ সালে দেওয়া সেই সাক্ষাৎকারে স্পষ্ট করে তিনি বলেছিলেন, টাকার বিনিময়ে কোনো বিয়েতে তিনি কখনো নাচবেন না।

সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, টাকার জন্য আমি কোনো বিয়ে বাড়িতে নাচব না। এর অন্যতম কারণ আমার পারিবারিক মর্যাদা। আমি কোন পরিবারের সন্তান-সেটা সবসময় মনে রাখি। যারা বিয়েতে নাচেন, তাদের বিরুদ্ধে নই। কিন্তু আমার যে মূল্যবোধ, তাতে এটি আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।

তিনি আরও বলেন, টাকা উপার্জন আমার জীবনের একমাত্র লক্ষ্য নয়। কোটি কোটি টাকা আয় করার চেয়ে একজন ভালো অভিনেতা হিসেবে পরিচিত হতে চাই। এমন কোনো বিয়েতে নাচতে চাই না, যেখানে মানুষ মদের গ্লাস হাতে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করছে। এতে আমার মর্যাদা ক্ষুণ্ন হয়।

‘অ্যানিমেল’ খ্যাত এই তারকা জানান, অর্থের বিনিময়ে তার পরিবারের কাউকেও এমন কাজে দেখতে চান না। এটিকে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ বলে উল্লেখ করেন।

রণবীরের সেই মন্তব্য পুরোনো হলেও, উদয়পুরের এই তারকাখচিত বিয়ের সময় তার অনুপস্থিতি ঘিরে এটি আবারও নতুন করে আলোচনায় এসেছে।