রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুরে সম্প্রতি অনুষ্ঠিত হয় মার্কিন-প্রবাসী শিল্পপতি রামা রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তেনার বিলাসবহুল বিয়ে। বলিউড তারকা, আন্তর্জাতিক অতিথি—সব মিলিয়ে এক কথায় রাজকীয় আয়োজন। আর সেখানেই নজর কেড়েছেন বলিউড লাইভওয়্যার রণবীর সিং।
মঞ্চে উঠেই নিজের সিগনেচার এনার্জিতে আগুন ধরিয়ে দেন রণবীর। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে তার প্রাণবন্ত নাচে মুগ্ধ হয়ে যান সবাই। সঙ্গে নাচে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা অ্যান্ডারসনও। দুজনকে একসঙ্গে নাচতে দেখে আনন্দে হাততালি দিতে দেখা যায় ট্রাম্প জুনিয়রকে। মুহূর্তেই নাচের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
এদিকে রণবীর সিংয়ের এই ঝলমলে পারফরম্যান্স ভাইরাল হতেই আবার সামনে উঠে এসেছে রণবীর কাপুরের এক পুরোনো মন্তব্য—যা এখন অনলাইনে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
২০১১ সালে টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুর স্পষ্টভাবে বলেছিলেন, তিনি টাকার বিনিময়ে কোনো বিয়েতে পারফর্ম করবেন না।
কাপুর পরিবারের ঐতিহ্য ও মূল্যবোধের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি যে পরিবার থেকে এসেছি, তার কারণে আমি এটা করি না। যারা করে তাদের বিরুদ্ধে নই। কিন্তু এটা সেই মূল্যবোধ নয় যে আমি লালিত-পালিত হয়েছি।’
তিনি বলেন, বিয়ের মঞ্চে যেখানে অতিথিরা পানীয় হাতে দাঁড়িয়ে থাকেন এবং যেকোনো ধরনের মন্তব্য করতে পারেন—এমন পরিবেশে তিনি নিজের মর্যাদা ক্ষুণ্ণ করতে রাজি নন।
এই অভিনেতা আরও বলেন, ‘আমি কোটি কোটি টাকা আয় করতে চাই না। আমি একজন অভিনেতা—আমার আবেগ আলাদা। বিয়েতে নাচা আমার পছন্দ নয়। আমার পরিবারের কেউও যেন এটা না করে—সেটাই চাই।’
রণবীর কাপুরের এই বক্তব্য ফের ভাইরাল হওয়ায় দুই রণবীরের দৃষ্টিভঙ্গির পার্থক্য এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে রণবীর সিংয়ের উদ্দাম, প্রাণবন্ত পারফরম্যান্সে মুগ্ধতা; অন্যদিকে রণবীর কাপুরের ব্যক্তিগত মূল্যবোধ ও নীতির প্রতি অটল অবস্থান—এই বৈপরীত্য ঘিরে তুমুল বিতর্ক চলছেই।
সোশ্যাল মিডিয়ার দাবি, দুই তারকার ব্যক্তিত্ব ও স্টাইলই ভিন্ন—একজন এনার্জির ঝড়, অন্যজন সংযমী এবং ব্যক্তিগত নীতিতে অটল। তবে দুজনেই তাদের নিজের পথেই সফল এবং জনপ্রিয়—এ মন্তব্যও সমানভাবে ঘুরছে অনলাইনে।
উদয়পুরের এই রাজকীয় বিয়ে তারকা-পারফরম্যান্সের জন্য যেমন আলোচনায়, তেমনি রণবীর কাপুরের পুরোনো মন্তব্য উঠে আসায় বলিউডজুড়ে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে—বিয়েতে পারফর্ম করা কি শুধুই বিনোদন, নাকি ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন?
নেটিজেনদের মতে, ‘দুজনের স্টাইল আলাদা, কিন্তু দুজনই সেরা নিজের জায়গায়।’

