ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০১:৫৩ পিএম
ছবি- সংগৃহীত

বাংলাদেশ সফররত কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের তথ্য মহাসচিব শার্লি বচওয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান।

ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছি, যাতে সব বাংলাদেশি নাগরিকের জীবনমান উন্নয়নে যৌথভাবে কাজ করা যায়।

উল্লেখ্য, পাঁচ দিনের সফরে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো বাংলাদেশে এসে পৌঁছান কমনওয়েলথ মহাসচিব।