আতিফ আসলামের কনসার্টে বিষাদের কালো মেঘ!
নভেম্বর ৩০, ২০২৪, ১২:১১ পিএম
উপমহাদেশের মিউজিক্যাল হার্টথ্রুব আতিফ আসলাম। তিনি যখন মঞ্চে উঠেন তখন সুরের মূর্ছনায় মাদকতা ছড়িয়ে দেন পাকিস্তানি প্লেব্যাক সিঙ্গার ও ভারতীয় এই সংগীত সুপারস্টার। তার নামেই কাঁপে সংগীত দুনিয়া। নিজ দেশ কাঁপিয়ে এবার কাঁপালেন লাল সবুজের পতাকার বাংলাদেশকে। ভারতীয় এই মিউজিক সেনসেশান বাংলাদেশে এলেন, গাইলেন আর জয় করলেন এদেশের অগণিত অনুরাগীদের।...