খ্যাতনামা পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বাবা চৌধুরী মুহাম্মদ আসলাম মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ৭৭ বছর বয়সি মুহাম্মদ আসলাম কয়েক মাস আগে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার ও অসংখ্য ভক্ত-শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আতিফ আসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টে লিখেছেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর থেকেই এসেছি এবং অবশেষে আমরা তাঁরই কাছে ফিরে যাব। আমার আয়রন ম্যানকে শেষ বিদায়। ভালোবাসায় থাকো, আবু জি। আমাদের জন্য দোয়া করবেন।’
তার এই বার্তা মুহূর্তেই ভেসে গেছে শোকের স্রোতে, যেখানে সহকর্মী শিল্পী থেকে শুরু করে কোটি ভক্ত শোক ও সমবেদনা জানিয়েছেন।
বিকেলে আসর নামাজের পর ভ্যালেন্সিয়া টাউনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকলেও গণমাধ্যমের প্রবেশ সীমিত রাখা হয়। এর আগে সোমবার রাতে করাচির গভর্নর হাউসে স্বাধীনতা দিবসের কনসার্টে মঞ্চ মাতান আতিফ।
মঙ্গলবার পাঞ্জাব সরকারের সহযোগিতায় আয়োজিত আরেকটি কনসার্টে তার অংশ নেওয়ার কথা থাকলেও বাবার মৃত্যুতে অনুষ্ঠানটি বাতিল করেন তিনি।
জীবনের প্রতিটি ধাপে বাবার সাহস ও সমর্থন পেয়েছেন আতিফ আসলাম। ছোট্ট গানের স্বপ্ন থেকে আন্তর্জাতিক মঞ্চে পা রাখা—সবখানেই বাবার প্রেরণা ছিল অবিচল। তাই এই প্রস্থান তার জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ শোক প্রকাশ করে আতিফ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ধৈর্য ও শক্তি কামনা করেছেন।
আতিফ আসলামের গানে যে ভালোবাসা ও আবেগের মিশেল থাকে, তার পেছনে ছিল বাবার অটল বিশ্বাস। সেই মানুষটির স্মৃতি আজ থেকে তার সংগীত ও জীবনযাত্রার প্রতিটি মুহূর্তে বেঁচে থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন