টিসোল সোসাইটি অব বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ৫ ডিসেম্বর। এ সম্মেলন চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং ঢাকা আমেরিকান সেন্টার ইউএস অ্যাম্বাসির সহযোগিতায় আয়োজন করা হচ্ছে এ আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে সরাসরি উপস্থিতি ও ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ থাকবে। গতকাল সোমবার সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম হলে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির এবং টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক, টিসোল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সাইদুর রহমান অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন।
মিট দ্য প্রেস আয়োজনে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলনের উপদেষ্টা অধ্যাপক ড. লিজা শারমিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্মেলনের উপদেষ্টা অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ও স্কুল শিক্ষা বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শমরেশ সাহা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান ও আন্তর্জাতিক সম্মেলনের সহআহ্বায়ক ড. এহাতাশাম উল হক ইতেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন