ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের একই গ্রুপে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপে আবারও গ্রুপ পর্বেই দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই। ক্রীড়াবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মুখোমুখি হবে দুই দল।

সর্বশেষ এশিয়া কাপে খেলোয়াড়দের হাত না মেলানো এবং পিসিবি প্রধানের কাছ থেকে ট্রফি গ্রহণ নিয়ে বিতর্কের পর এটিই হতে যাচ্ছে দুই দেশের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ভারত তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর—

১২ ফেব্রুয়ারি, দিল্লিতে নামিবিয়া,

১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে পাকিস্তান,

১৮ ফেব্রুয়ারি, আহমেদাবাদে নেদারল্যান্ডস।

গ্রুপ পর্বে প্রতিদিন অনুষ্ঠিত হবে তিনটি করে ম্যাচ। ২০২৬ আসরটি আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ ব্যবস্থাপনায়, যা চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। পাকিস্তান দল তাদের গ্রুপপর্বের সব ম্যাচ খেলবে কলম্বো বা ক্যান্ডিতে।

এবারও ২০ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল যাবে সেমিফাইনালে, এরপর হবে ফাইনাল।

ভারত সুপার এইটে উঠতে পারলে তাদের ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনাল নির্ধারণ করা হয়েছে মুম্বাইয়ে। পরিকল্পনা অনুযায়ী ফাইনাল হবে আহমেদাবাদে, তবে পাকিস্তান ফাইনালে উঠলে নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি স্থানান্তর করে কলম্বোতে নেওয়া হতে পারে।