ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

পর্তুগালের সাথে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ব্রাজিল

রুপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৪:৫৮ এএম
জয়ের উল্লাস। ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠতে ব্যর্থ হলো ব্রাজিল। শ্বাসরুদ্ধকর ও নাটকীয় ম্যাচে পর্তুগালের কাছে হেরে সেলেসাওদের বিদায় জানাতে হলো।

টাইব্রেকারে পর্তুগাল ৬-৫ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে, ফলে সেমিফাইনালেই শেষ হলো ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা।

সোমবার (২৪ নভেম্বর) রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও পর্তুগাল। পঞ্চমবারের মতো শিরোপা জয় করার লক্ষ্যে মাঠে নেমেছিল ব্রাজিল, তবে ভাগ্য তাদের পক্ষ ছিল না।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলায় জড়িত ছিল। প্রথমার্ধে ব্রাজিল আটটি শট নিলেও এবং পর্তুগাল ছয়টি শট নিলেও কোনো দলই গোল করতে পারলো না।

দ্বিতীয়ার্ধেও উভয় দলের একাধিক সুযোগ এসেছিল, কিন্তু ৯০ মিনিটের খেলায় গোলের দেখা মেলেনি। তাই রেফারি ম্যাচ পেনাল্টি শুটআউটে নেওয়ার ঘোষণা দেন।

টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই নির্ভুলতা দেখালেও, পরবর্তী ‘সাডেন ডেথ’ পর্বে পর্তুগালের হোসে নেতো কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দেন। এরপর ব্রাজিলিয়ান তরুণ আঞ্জেলো শট নিতে গিয়ে ব্যর্থ হন। আঞ্জেলোর এই মিসের সঙ্গে সঙ্গে পর্তুগাল দল উল্লাসে মেতে ওঠে।

ফাইনালে পর্তুগাল অস্ট্রিয়ার সঙ্গে মুখোমুখি হবে।