নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন টেস্ট দলে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াডে উইলিয়ামসনের পাশাপাশি স্থান পেয়েছেন পেসার জ্যাকব ডাফি, জ্যাক ফোকস ও ব্লেয়ার টিকনার।
স্কোয়াডে আরও আছেন ড্যারিল মিচেল, যিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম ওয়ানডেতে ছোটখাটো গ্রোইন আঘাত থেকে সেরে উঠেছেন।
উল্লেখযোগ্য, উইলিয়ামসন গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অংশগ্রহণ করেননি এবং ডিসেম্বর ২০২৪ সালের পর থেকে কোনো টেস্ট খেলেননি। তবে প্রথম টেস্টের আগে নিজেকে প্রস্তুত করার জন্য তিনি নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে প্লাঙ্কেট শিল্ডের দ্বিতীয় রাউন্ডে অংশ নেবেন।
পেসার ডাফি ও ফোলকস জিম্বাবুয়ের বিপক্ষে একসাথে টেস্টে অভিষেক করেছিলেন। ফোলকস তখন নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে সেরা বোলিং ফিগার (৯/৭৫) করে নজর কাড়েন। টিকনার সর্বশেষ মার্চ ২০২৩ সালে টেস্ট দলে খেলেছেন।
নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড
টম ল্যাথাম (ক্যাপ্টেন), টম ব্লান্ডেল (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, রচিন রাভিন্দ্রা, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।
প্রথম টেস্টটি হ্যাগলি ওভালে শুরু হবে ২ ডিসেম্বর।


