ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ইয়ানসেনের বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক বিরল কীর্তি গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। তরুণ পেসার মার্কো ইয়ানসেনের বিধ্বংসী বোলিং তোপে নিজেদের মাটিতেই কোণঠাসা হয়ে পড়েছে ভারত।

প্রথম ইনিংসে ভারতকে মাত্র ২০১ রানে গুটিয়ে দিয়ে প্রোটিয়ারা ইতিমধ্যেই ৩১৪ রানের বিশাল লিড নিয়ে নিয়েছে। ম্যাচের এখনও দুই দিনেরও বেশি সময় বাকি, ফলে ভারতের জন্য এই সিরিজ সমতায় আনার আশা কার্যত ক্ষীণ।

এদিন লাঞ্চের পর, স্পিনারদের বলে মাঝে মাঝে অস্বাভাবিক বাউন্স বা টার্ন দেখা গেলেও, ওয়াশিংটন সুন্দর (৪৮) এবং কুলদীপ যাদবের পার্টনারশিপ প্রায় ৩৫ ওভার ধরে প্রতিরোধ গড়ে তুলেছিল। এতে মনে হচ্ছিল পিচের আচরণ খুব বেশি পরিবর্তন হয়নি।

কিন্তু এরপরই আক্রমণের নেতৃত্ব নেন মার্কো ইয়ানসেন। নিজের আগ্রাসী এবং ক্ষিপ্র শর্ট-পিচ ডেলিভারি দিয়ে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ষষ্ঠ পাঁচ উইকেটে (৬-৪৮) ভারত ২০১ রানে অলআউট হন।

ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে যখন তিনি ভারতের সর্বোচ্চ স্কোরার যশস্বী জয়সওয়ালকে (৫৮) আউট করেন। ইয়ানসেনের বলেই তার নেওয়া অসাধারণ ক্যাচটি শুধু উইকেটই এনে দেয়নি, ভারতের ইনিংসের গতিও সম্পূর্ণ পরিবর্তন করে দেয়।

এরপর তার মারাত্মক বাউন্সারগুলোর সামনে ধ্রুব জুরেল,জাদেজা, নিটিশ কুমার রেড্ডি এবং জসপ্রিত বুমরাহ সহজে আত্মসমর্পণ করেন।

এদিকে, দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৪৮৯ রান তুলেছিল। ভারতের ২০১ রানের জবাবে ফলো-অন না করিয়ে তারা দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা কোনো উইকেটে না হারিয়ে ২৬ রান (রিকেলটন ১৩*, মার্করাম ১২*) নিয়ে মোট ৩১৪ রানের বিশাল লিড দাঁড় করিয়েছে।