ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:৪২ পিএম
দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দ্বিতীয় দিনের কার্যক্রম মধ্য দিয়ে চলছে। ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ স্লোগানে দুইদিনব্যাপী এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২৪ নভেম্বর) শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সকাল ৯টা থেকে শুরু হওয়া দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলবে রাত ৯টা পর্যন্ত। এর আগে রোববার সকাল ৯টায় প্রথম দিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

সারা দেশের ১০টি বিভাগ থেকে আগত মনোনয়ন প্রত্যাশীরা বিভাগভিত্তিক ক্রমানুসারে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। কনভেনশন হলজুড়ে দলীয় নেতা–কর্মী ও সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

গতকাল রোববার প্রথম দিনের সাক্ষাৎকারে মোট ৩৯১ জন মনোনয়ন প্রত্যাশী অংশ নেন। বিভাগভিত্তিক অংশগ্রহণকারীর সংখ্যা ছিল-

  • খুলনা বিভাগ: ৩০ জন
  • রাজশাহী বিভাগ: ৪২ জন
  • চট্টগ্রাম বিভাগ: ৪২ জন
  • ঢাকা বিভাগ: ৬৫ জন
  • বরিশাল বিভাগ: ৩১ জন
  • রংপুর বিভাগ: ৪৩ জন
  • ফরিদপুর বিভাগ: ৪১ জন
  • ময়মনসিংহ বিভাগ: ৪০ জন
  • কুমিল্লা বিভাগ: ৪৫ জন
  • সিলেট বিভাগ: ১২ জন

দুই দিনব্যাপী এ সাক্ষাৎকার শেষে দলীয় প্রার্থী চূড়ান্ত করার আগে আরও একটি মূল্যায়ন প্রক্রিয়া থাকবে বলে দলীয় সূত্র জানিয়েছে।