চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র নিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন আকাশ। তিনি ‘স্লোগান মাস্টার’ হিসেবে পরিচিত।
জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে বাঁশখালীতে বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন। তবে এবার আরও জোরেশোরে শুরু করেছেন নির্বাচনী গণসংযোগ।
বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের চমদ চৌধুরী বাড়িতে জসিম উদ্দিনের জন্ম। বাবা মুহাম্মদ নুরুল হক এবং মা রহিমা বেগম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৯–২০১০ সেশনে তিনি বিবিএ ও এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।
গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে উচ্চতর পরিষদের সদস্য হিসেবে তিনি কুমিল্লা বিভাগের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের উদ্যোক্তাদের একজন ছিলেন তিনি। চট্টগ্রামের একমাত্র প্রতিনিধি হিসেবে আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ‘স্লোগান মাস্টার’ খ্যাত জসিম ২০১৮ সালের ৩০ জুন পাবলিক লাইব্রেরির সামনে ছাত্রলীগের সংঘবদ্ধ আক্রমণ ও নির্যাতনের শিকার হন।
পরবর্তীতে পুলিশ তাকে চার দিন গুম করে রাখে এবং পরে জেলে পাঠায়। তিন দিনের রিমান্ড শেষে দুই মাস কারাভোগ করে তিনি মুক্তি পান। ২০২৪ সালের জুলাই বিপ্লবে তিনি চট্টগ্রামে সংগঠকের ভূমিকা পালন করেন। সর্বশেষ ৪ আগস্ট নগরীর নিউ মার্কেটে জুলাই আন্দোলনে তিনি আহত হন।
মুহাম্মদ জসিম উদ্দিন আকাশ রূপালী বাংলাদেশকে বলেন, ‘স্বৈরাচার বিরোধী শক্তি হিসেবে গণঅধিকার পরিষদ দেশের আপামর মানুষের ভালোবাসায় সিক্ত। ’১৮ সালের কোটা আন্দোলন ছিল স্বৈরাচার পতনের সূতিকাগার। জীবনের ঝুঁকি নিয়ে সেই আন্দোলনের উদ্যোক্তাদের একজন থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’
তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে আমাদের স্বপ্নের মাতৃভূমি গড়তে আসন্ন নির্বাচনে নিজ এলাকা বাঁশখালী থেকে প্রার্থী হয়েছি। আশা করি আমার দল ও বাঁশখালীবাসী আমার ত্যাগ ও সংগ্রামকে মূল্যায়ন করবেন।’



