ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি চিঠি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:৩৮ পিএম
ছবি- সংগৃহীত

সাম্প্রতিক ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। রোববার (২৩ নভেম্বর) প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদীর স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার (২১ নভেম্বর) ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর ক্ষতির তথ্য সংগ্রহ করতে হবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট জেলার ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সচিত্র প্রতিবেদন নির্ধারিত ছকের ভিত্তিতে তৈরি করে ২৪ নভেম্বরের মধ্যে স্বাক্ষরিত স্ক্যানকপি ও সফটকপি (Excel – Nikosh Font) ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্যও চাওয়া হয়েছে। নির্ধারিত ফরম্যাট অনুযায়ী জেলা ও উপজেলার নাম, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষয়ক্ষতির ধরন ও বিবরণসহ সব তথ্য সংগ্রহ করে ২৭ নভেম্বরের মধ্যে হার্ডকপি ও সফটকপি (এক্সেল, নিকষ ফন্ট) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)-এর ই-মেইলে পাঠাতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, নরসিংদীকে কেন্দ্র করে হওয়া এই ভূমিকম্প বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে দৃশ্যমান ক্ষতির ঘটনা ঘটিয়েছে। তাই দ্রুত মাঠপর্যায়ে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, নথিভুক্তকরণ এবং প্রতিবেদন প্রেরণের ওপর গুরুত্বারোপ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।