ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

জাবিতে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের আহ্বায়ক কমিটি গঠন

জাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৯:২৯ এএম
নতুন কমিটিতে মোট ১৩ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগীর বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জ এর ২০২৫-২৬ সেশনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সংগঠনের সভাপতি শাহারিয়া ইসলাম অপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন আহ্বায়ক কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটিতে মোট ১৩ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৯তম আবর্তনের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শিমুল আহমেদ বাপ্পি এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাওসার আলম আরমান।

এ ছাড়াও আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন-৪৯তম আবর্তনের ফারিয়া হক নিধি, নাসিমুল মোর্শেদ স্বরূপ, হাসনাতুজ্জামান তানিস, ফাহমিদা জামান প্রাপ্তি, অঞ্জন দাস অপূর্ব, খালেদ সাইফুল্লাহ সানি, মোবারক হোসেন পথিক, মো. কামরুল হোসেন সানি ইসলাম, তারেক মাহমুদ, মুহিবুল্লাহ মাহাদি এবং সুরভী আক্তার।