সরকার সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে। এ ক্রয় কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চাল সরবরাহ নিশ্চিত করা হবে।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক পরিচালনা করেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্যাকেজ-০৬ এর আওতায় এই ক্রয় কার্যক্রম নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরের এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।
এর আগে, ১৮ নভেম্বর একই কমিটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিং (প্রাইভেট) লিমিটেড থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দিয়েছিল। তখন প্রতি টনের দাম নির্ধারিত হয়েছিল ৩৫৪.১৯ মার্কিন ডলার।
এরও আগে, ২২ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি সংযুক্ত আরব আমিরাত ও মায়ানমার থেকে এক লাখ টন চাল কেনার অনুমতি দেয়। এতে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল অন্তর্ভুক্ত ছিল। ওই ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছিল ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।
সরকারের এই পদক্ষেপের মাধ্যমে দেশের চাল সংগ্রহ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র ব্যবস্থার মাধ্যমে প্রতিযোগিতামূলক মূল্যে চাহিদামতো চাল সংগ্রহ করা সম্ভব হচ্ছে। এ ধরনের প্রক্রিয়া সরকারের খাদ্য মজুদ ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


