ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বেদেদের জীবন নিয়ে ‘বেদে কন্যা’

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০২:৪২ এএম

বেদে সম্প্রদায়ের জীবনব্যবস্থা এবং তাদের হাসি-কান্না, আনন্দ-বেদনা নিয়ে রচিত হয়েছে একক নাটক ‘বেদে কন্যা’। ড. শেখ মহ. রেজাউল ইসলামের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সঞ্জীব দাস। সম্প্রতি নাটকটির চিত্রায়ণ শেষ হয়েছে।

নতুন নাটক নিয়ে নির্মাতা সঞ্জীব দাস বলেন, ‘আমাদের সমাজে অবহেলিত বেদে সম্প্রদায়ের জীবন, কর্ম, তাদের জীবনের সুখ-দুঃখ নিয়ে নাটকের গল্প। আশা করছি, নাটকটি প্রচারে এলে সবার গল্পটি ভালো লাগবে।’

গল্পকার রেজাউল ইসলাম বলেন, ‘আমি চেষ্টা করেছি আমার লেখার মধ্যে দিয়ে বেদে সম্প্রদায়ের জীবন সংগ্রাম তুলে ধরতে। এই নাটকের মধ্যে দিয়ে আমাদের নতুন প্রজন্ম বেদে সম্প্রদায়ের জীবন-যাপন তাদের কর্মকা- সম্পর্কে একটা ধারণা পাবে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন এম এ সালাম, আফজাল সুজন, তাসনুভা নিঝুম, পীরজাদা হারুন, অপু আহমেদ, বাদল, শেখ স্বপ্না, অন্তী, কবিতা প্রমুখ। নির্মাতা জানান, খুব শিগগিরই একুশে টিভিতে ‘বেদে কন্যা’ নাটকটি প্রচার হবে।