ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

পাকিস্তানে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলা, ৩ হামলাকারীসহ নিহত ৬

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০২:৩৮ এএম

পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারির (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী হামলার চেষ্টা বানচাল করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে তিন হামলাকারী নিহত হয়েছে এবং এফসির তিন সদস্য শহিদ হয়েছেন বলে সোমবার (২৪ নভেম্বর) কর্মকর্তারা জানিয়েছেন। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাঈদ জানান, তিনজন আত্মঘাতী হামলাকারী এফসি সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করে। তিনি বলেন,‘একজন হামলাকারী প্রধান ফটকের সামনে নিজেকে বিস্ফোরিত করে। বাকি দুইজন ভেতরে ঢোকার চেষ্টা করে এবং প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়।’ খবর জিও নিউজের। সিসিপিও জানান, ভেতরে ঢোকা দুই হামলাকারীকে এফসি সদস্যরা দ্রুত মোকাবিলা করেন এবং গুলিবিনিময়ে তাদের নিহত করা হয়। তিনি নিশ্চিত করেন, তিনজনই আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন এবং তিনজনকেই ঘটনাস্থলেই নিয়ন্ত্রণ করা হয়েছে। ড. সাঈদ বলেন, ‘এফসি সদস্যদের সময়োপযোগী প্রতিরোধ একটি বড় ধরনের বিপর্যয় ঠেকিয়েছে।’ ঘটনার পর সদর এলাকার আশপাশ ঘিরে ফেলা হয় এবং যান চলাচল বন্ধ রাখে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি একটি বৃহৎ অনুসন্ধান অভিযান শুরু হয়েছে।