নাইজেরিয়ায় বাড়তে থাকা অপহরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনজীবনে। তবে এরই মধ্যে অপহৃতদের উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে নাইজেরিয়া সরকার। এদিকে ক্যাথলিক স্কুলের অপহৃত শিশুদের মুক্তি নিশ্চিতে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। দিনের আলো কিংবা রাতের অন্ধকার অপহরণ আতঙ্ক যেন পিছু ছাড়ছে না আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। শুক্রবার (২১ নভেম্বর) দেশটির নাইজার রাজ্যের একটি ক্যাথলিক স্কুল থেকে তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে বন্দুকধারী সন্ত্রাসীরা। এরই মধ্যে অপহরণ আতঙ্কে নাইজার রাজ্যের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত সপ্তাহে নাইজেরিয়ার কেব্বি রাজ্যের একটি স্কুল থেকে ২৫ নারী শিক্ষার্থীকে অপহরণ করে সন্ত্রাসীরা। ধর্মীয় স্থাপনা ও বাড়িতেও তৎপরতা বাড়ছে অপহরণকারীদের। সম্প্রতি জামফারা রাজ্যের একটি বাড়ি থেকে নারী-শিশুসহ ৬৪ জনকে অপহরণ করে সন্ত্রাসী দল। এ ছাড়া, একটি গির্জায় হামলা চালিয়ে দুইজনকে হত্যার পাশাপাশি ৩৮ উপাসককে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

