‘এটা বাংলাদেশ নয়’ : পর্তুগালের নির্বাচনি বিতর্কিত পোস্টার ভাইরাল
                          অক্টোবর ২৮, ২০২৫,  ০১:২৭ পিএম
                          পর্তুগালের কট্টর-ডানপন্থি নেতা আন্দ্রে ভেনচুরা এবং তার দল শেগা’র নতুন নির্বাচনি প্রচার এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মন্তিজো শহরের একটি বাসস্টপে ঝোলানো একটি বিলবোর্ডে বড় অক্ষরে লেখা ছিল, ‘Isto não é Bangladesh’– অর্থাৎ ‘এটি বাংলাদেশ নয়’, যা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। আরেকটি পোস্টারে লেখা ছিল, ‘জিপসিদের আইন মানতে হবে’,...