পর্তুগালের রাজধানী লিসবনে পর্যটকদের মধ্যে জনপ্রিয় গ্লোরিয়া ফানিকুলার ট্রেন লাইনচ্যুত হয়ে মারাত্মক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন। তাদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির সাস্থ ইউনিট। বুধবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার সময় ট্রেনটি শহরের রেস্তোরাডোরেস স্কয়ারের কাছ থেকে বাইরো আল্টো এলাকার দিকে উঠছিল। এই রেলপথটি ১৮৮৫ সালে চালু হয় এবং এটি পর্যটক ও স্থানীয়দের জন্য একটি আকর্ষণীয় যাতায়াতের মাধ্যম হিসেবে পরিচিত।
এ ঘটনায় এক বিবৃতিতে লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বলেন, ‘এটি আমাদের শহরের জন্য এক দুঃখজনক দিন। লিসবন আজ শোকে আচ্ছন্ন। এটি এক মর্মান্তিক, হৃদয়বিদারক ঘটনা।’
এছাড়াও দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুসা দুর্ঘটনার পর এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আশা প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি খুব শিগগিরই দুর্ঘটনার কারণ উদঘাটন করার প্রতিশ্রুতি দেন।
এদিকে দুর্ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা যায়, ফানিকুলারটির উপরের ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছিল এবং যাত্রীরা জানালা ভেঙে লাফিয়ে পড়ার চেষ্টা করছিলেন। এ সময় চারপাশে আতঙ্ক ও চিৎকার শোনা যায়।
এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন