ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে বাউলদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০১:৩৪ পিএম
বাউল আবুল হোসেনের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইমাম ও ওলামা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা। ছবি- রূপালী বাংলাদেশ

বাউল আবুল হোসেনের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইমাম ও ওলামা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শহরের আর্ট গ্যালারি মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। মিছিলের সময় ইমাম ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ এবং হেফাজতে ইসলামের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বাউল আবুল হোসেনকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে তার ফাঁসির দাবি জানান।

তারা আরও বলেন, ধর্মের মূল্যবোধের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

গত বুধবার ঠাকুরগাঁও শহরে দুজন বাউলের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিক্রিয়া জানিয়ে হামলাকারীদের উগ্র ধর্মান্ধতার কাজ বলে উল্লেখ করলেও, মিছিলের নেতারা দাবি করেন, ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না।