মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার চাচাতো বোনজামাই মো. তারেক আহমেদ চৌধুরী। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডলের মাধ্যমে খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ পাঠানো হয়।
তারেক আহমেদ চৌধুরী অভিযোগ করেন, ‘আমার স্ত্রী সম্পর্কের আত্মীয় পপি বিভিন্ন সময় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেছেন। এ ধরনের অভিযোগ করলে পারিবারিকভাবে বা আইনিভাবে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু তিনি তা না করে বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।’ এর আগেও পপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল জানান, নোটিশে বলা হয়েছে, পপি একটি সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের প্রেক্ষিতে টিভি অনুষ্ঠানে তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন। উল্লেখিত সম্পত্তি বৈধ হেবা দলিলের মাধ্যমে তারেকের স্ত্রী ও মায়ের নামে হস্তান্তরিত হয়েছে এবং তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে কোনো আইনি সম্পৃক্ততা নেই।
নোটিশে পপিকে নির্দেশ দেওয়া হয়েছে: অবিলম্বে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদানে বিরত থাকা, যে চ্যানেলে অভিযোগ প্রচারিত হয়েছে, সেখানে ক্ষমা প্রার্থনা করা, উক্ত সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে তারেক আহমেদ চৌধুরীকে সম্পৃক্ত না করা।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, নোটিশ দেওয়ার ৭ দিনের মধ্যে নির্দেশনা পালন না করলে পপির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা ও মানহানি মামলাসহ সকল আইনানুগ প্রতিকার নেওয়া হবে।


