ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

সোমবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৪:০৬ পিএম
আন্দোলনরত শিক্ষকরা। ছবি- সংগৃহীত

দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি বাস্তবায়ন না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণাঙ্গ শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষকরা জানান, বহু নিম্ন গ্রেডের পদ ইতোমধ্যে নবম গ্রেডে উন্নীত করা হলেও দশম গ্রেডের সহকারী শিক্ষক পদ এখনও পরিবর্তনের আওতায় আসেনি। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন।

শিক্ষকরা বলেন, আগেও বহুবার আন্দোলন করেছি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরব না।

বৃহস্পতিবার সকাল থেকেই উন্নীতকরণের দাবিতে বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একই দিন থেকে তিন দফা দাবিতে সারা দেশে ফের লাগাতার কর্মবিরতি শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক এ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন।

দাবি পূরণ না হলে আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জন এবং আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচির ঘোষণাও দিয়েছে শিক্ষক সংগঠনগুলো। এতে প্রাথমিক শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটির বেশি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা অনিশ্চয়তায় পড়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক খায়রুন নাহার লিপি কালবেলাকে বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে নেয়নি। তাই বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হলো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। 

তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত শিক্ষকদের যৌক্তিক দাবি বিবেচনা করে অচলাবস্থা দূর করবে।