ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

পরীক্ষার হলের সিট নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ৬ শিক্ষার্থী আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৪:৫৭ পিএম
আহত শিক্ষার্থীদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে একই মাদরাসার ছয় শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বরমি ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্ররা হলো: দশম শ্রেণির শিক্ষার্থী নাদিম, মুহিন, রিফাত, লিউন, রাশিদুল এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফাত। তারা সবাই শ্রীপুরের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদরাসার শিক্ষার্থী।

অভিযুক্ত সিয়াম (১৪) বরমি ইউনিয়নের সাতখামাইর গ্রামের শাহজাহান ভূঁইয়ার ছেলে। সে ওই মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীরা জানায়, শ্রীপুরের বরমি ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদরাসায় চূড়ান্ত পরীক্ষার সময় বুধবার পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে সিয়ামের সঙ্গে মুহিনের ঝগড়া হয়। পরে মাদরাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। এ নিয়ে ক্ষোভে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাদরাসা চত্বরে ছুরি নিয়ে ঢুকে সিয়াম। সে সময় বাকিরা মাদরাসায় পরীক্ষা শেষে বের হচ্ছিল। হঠাৎ সিয়াম ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে।

এ সময় রিফাত, নাদিম, মুহিন, রিফাত, রাশিদুল ও লিউন আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিম, মুহিন ও রিফাতকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন জামান বলেন, পাঁচ জন শিক্ষার্থীকে ছুরিকাঘাত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।