সাগরিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৮২ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড। হ্যারি টেক্টরের ফিফটিতে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৮১ রানের সংগ্রহ পায় আইরিশরা।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
এদিন আয়ারল্যান্ডের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে আসে টিম টেক্টর ও পল স্টার্লিং। ব্যাটিংয়ে নেমেই মারকুটে স্বভাবে ব্যাট চালায় দুই ব্যাটার। তাদের মারকুটে ব্যাটিংয়ে প্রথম চার ওভারে চলে আসে ৪০ রান।
দুই ওপেনারের তাণ্ডবে যখন বড় সংগ্রহের পথে আইরিশরা, তখনি বল হাতে আসে টাইগার পেসার তানজিম সাকিব। ওভারের প্রথম বল ডট, দ্বিতীয় বলে তুলে নেন উইকেট।
দলীয় ৪০ রানের মাথায় সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আইরিশ অধিনায়ক। আউট হওয়ার আগে ১৮ বলে ব্যাক্তিগত ২১ রান সংগ্রহ করেন পল স্টার্লিং।
স্টার্লিং আউট হলে কমে যায় রানের চাকা, দলীয় ৭২ রানে আবারও উইটে হারায় আইরিশরা। দুই ওপেনার সাজঘরে ফিরলে ক্রিজে ব্যাট হাতে দলের দায়িত্ব নেয় হ্যারি টেক্টর ও লোরকান টাকার।
তাদের তৃতীয় উইকেটের জুটিতে পেরিয়ে যায় দলের স্কোর শতরান। দলীয় শতক পূর্ণ হলে আবারও উইকেট হারায় আইরিশরা। দলীয় ১০৫ রানের মাথায় শরিফুলের বলে ক্যাচ আউট হয়ে বিদায় নেন লোরকান টাকার।
লোরকান আউট হলে ক্রিজে এসে ঝড়ো শুরু করে কার্টিস ক্যাম্ফার, দলীয় ১৪৯ রানের মাথায় ২৪ রান করে বিদায় ক্যাম্ফার। শেষ পর্যন্ত হ্যারি টেক্টরের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।
ব্যাট হাতে আইরিশদের হয়ে ৪৫ বলে ৬৯ রান করেন হ্যারি টেক্টর, ১৮ বলে ২১ রান করেন পল স্টার্লিং, ১৯ বলে ৩২ রান করেন টিম টেক্টর, ১৪ বলে ১৮ রান করেন লোরকান টাকার, ১৭ বলে ২৪ রান করেন কার্টিস ক্যাম্ফার।
বল হাতে বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন তানজিম হাসান সাকিব এবং ১টি করে উইকেট নেন শরিফুল ও রিশাদ হোসেন।



