রাজশাহীর পুঠিয়ায় পূর্বশত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ নভেম্বর ২০২৫) বেলা আনুমানিক ১২টা ১০ মিনিটে উপজেলার বাসুপাড়া বাজারের বাঁশের আড়তের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্টের একটি মারামারির ঘটনার জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার দিন পুঠিয়া থানার গোপালপাড়া গ্রামের মো. জব্বারে ছেলে মো. রানা (২৬) বাজারে গেলে একই থানার রাতোয়াল গ্রামের আতাব আলীর সাকিদার ছেলে মো. হালিম (২৫)-সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন তাকে একযোগে অতর্কিতে হামলা করে।
এ সময় রানাকে বাঁচাতে এগিয়ে আসেন মৃত শমসের মোল্লার ছেলে মো. আশরাফুল ইসলাম ইয়ামিন (৪২) এবং জব্বার শাহের ছেলে মো. রুবেল (৩৮)। উভয়ই গোপালপাড়া গ্রামের বাসিন্দা। হামলাকারীরা তাদের ওপরও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন জনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
পুঠিয়া থানার কবির হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

