ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৬:৫৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা এলাকায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল আরোহী সদর উপজেলার বেহুলা ডিহিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে মো. রফিক আলী (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিক আলী বাড়ি থেকে বরেন্দ্র অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শাহীন আকন্দ জানান, মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী রফিক আলী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।