সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপো ২০২৫-এ বাংলাদেশ গৌরবের সঙ্গে অংশগ্রহণ করেছে। এতে দেশের ১২টি কোম্পানি বিভিন্ন পণ্য প্রদর্শন করেছে। জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান জনাব এমাদ মোহাম্মদ আল আবৌদ মেলার উদ্বোধন করেন। মেলা চলবে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার-এ।
বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং জেদ্দা কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে। মেলায় প্রদর্শিত হয়েছে নীট ওয়্যার, পাট ও ডাইভার্সিফাইড পাটজাত পণ্য, স্পোর্টস ওয়্য্যার এবং হস্তশিল্প।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোঃ সাখাওয়াৎ হোসেন, কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিত্বকারী ও সৌদি ব্যবসায়ী নেতৃবৃন্দ, এ ছাড়া চীনের লিয়ানিং গভর্নর ওয়াং জিয়ানও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাব এমাদ মোহাম্মদ আল আবৌদ বলেন, এই মেলা সৌদি আরব ও বাংলাদেশসহ বিশ্বব্যাপী ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। আশা করি, বাংলাদেশের অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বাজারে আরও সুযোগ পাবে।
বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, ওয়ার্ল্ড ট্রেড এক্সপো বাংলাদেশি কোম্পানিগুলিকে আন্তর্জাতিক বাজারে নেটওয়ার্কিং এবং সহযোগিতার সুযোগ দেবে। বাংলাদেশের পণ্যের গুণমান ও ব্যবসায়িক কৌশল বিশ্বব্যাপী আগ্রহের সৃষ্টি করবে।
মেলায় বাংলাদেশের অংশগ্রহণকে জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে এবং এটি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।


