ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে মামলায় ফাঁসানোর অভিযোগ ভিত্তিহীন, বললেন প্রবাসী ব্যবসায়ী

ইউএই ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০১:৫৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রবাসী ব্যবসায়ী এবং বাংলাদেশ সমিতি, শারজাহ এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বিএনপি নেতা মো. মোদাচ্ছেরের (এসএম মোদাচ্ছের শাহ) বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

২০২৪ সালে তিনি মোদাচ্ছেরের বিরুদ্ধে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর এবং মামলা বাণিজ্যের অভিযোগ তুলেছিলেন। নতুন প্রকাশিত বক্তব্যে শাহাদাত হোসেন তার পূর্বের সব বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য, মনগড়া ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

​বুধবার (৫ নভেম্বর) রাতে দুবাই আলতাওয়ারের এশিয়া রয়েল রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মির মহিউদ্দিন, ব্যবসায়ী জসিম উদ্দিন সিআইপি, বিএনপি নেতা মুজিবুল হক মঞ্জু, ব্যবসায়ী মাহবুবুল আলম, কমিউনিটি নেতা শহিদুল।

​দীর্ঘ ৩৩ বছর যাবত শারজাহতে ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত মোহাম্মদ শাহাদাত হোসেন ২০২৪ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় (যা ২০২৪ সালের ৪ আগস্টের ছাত্র-জনতার উপর হামলার ঘটনা সম্পর্কিত) আসামি হন। এই মামলার ঘটনা জানতে পেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং নিজের অবস্থান পরিস্কার করতে ২৯ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সেই সংবাদ সম্মেলনে তিনি একান্তই সন্দেহ প্রসূত এবং কিছু স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় মোদাচ্ছেরের নাম জড়িয়ে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, মোদাচ্ছের শাহ-এর ইন্ধনেই তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে এবং মোদাচ্ছের শাহ মামলার বাদী জাহিদুল হাসানের বন্ধু। এমনকি তিনি এই মামলাকে ‘শত্রুতামূলক ও ভুয়া মামলা দিয়ে টাকা-পয়সা আদায় করার জন্য প্ররোচনা’ দেওয়ার ফল বলেও উল্লেখ করেছিলেন।

​তবে বর্তমানে তিনি তার পূর্বের সব বক্তব্য থেকে সরে এসে জানিয়েছেন, তার ওই সকল অভিযোগ ছিল সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন এবং কিছু সংক্ষুব্ধ ব্যক্তির প্ররোচনার ফল। তিনি দৃঢ়ভাবে জানান, মোদাচ্ছের শাহ-এর বিরুদ্ধে মামলা বাণিজ্যের যে বিস্তর অভিযোগ তুলে ধরা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ছিল।

শাহাদাত হোসেন বলেন, উদ্ভুত পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম হাটহাজারীর একজন হেভিওয়েট বিএনপি নেতার ছত্রছায়ায় মোদাচ্ছের শাহ এমন কর্মকাণ্ড করছে বলেও তিনি উল্লেখ করেছিলেন, যা একেবারেই মনগড়া ও ভিত্তিহীন।

​তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন সময়ে বাংলাদেশ কমিউনিটির কার্যক্রমে তিনি (শাহাদাত হোসেন) এবং মোদাচ্ছের শাহ প্রবাসীদের স্বার্থ সুরক্ষা এবং জনহিতকর কার্যে নিরলস কাজ করে এসেছেন। স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টির পাঁয়তারা কোনোভাবেই সফল হবে না বলেও তিনি জানান।

মোদাচ্ছের শাহ-এর বিরুদ্ধে মানববন্ধন, ব্যানার টাঙানোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার হওয়ায় তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং স্বীকার করেছেন যে, এতে মোদাচ্ছের শাহ-এর ব্যাপক সম্মানহানি হয়েছে। তিনি গণমাধ্যমের কাছে অনুরোধ করেছেন, তার উপস্থাপিত এই বক্তব্যের আলোকে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রকাশিত সকল সংবাদের সংশোধনী এবং ভিন্নমত প্রচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য। ভবিষ্যতে যেন তার দ্বারা এমন কোনো ভুল বোঝাবুঝি না হয়, সে ব্যাপারে তিনি আরও সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন।