সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কারিকুলামে পরিচালিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দেশটির বাংলাদেশি প্রবাসীদের সন্তানদের শিক্ষা কার্যক্রমে এ দুটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আবুধাবিভিত্তিক শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩ জন পাশ করেছে এবং মাত্র ১ জন অনুত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৭.৭৩ শতাংশ।
এ বছর বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্যে আয়েশা আক্তার সান্তা, মরিয়ম জান্নাত, মোহাম্মদ আনিক উদ্দিন, মোহাম্মদ আসিনুর ফাহাদ, মোহাম্মদ আশরাফ হোসাইন, শরীফ হাসান সাজিব ও আবরাহী মাহতাব (গোল্ডেন) বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল কিরণ আখতার বলেন, ‘শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের জন্য গর্বের। নিয়মিত অধ্যবসায়, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে।’
এদিকে আল আইনভিত্তিক বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকেও প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল। এ বছর মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়- এর মধ্যে ১৩ জন বিজ্ঞান বিভাগের ও ৬ জন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।
ফলাফলে দেখা যায়, ১২ জন বিজ্ঞান বিভাগের ও ৫ জন ব্যবসায় বিভাগের শিক্ষার্থী পাশ করেছে। মোট পাশের হার ৮৯ শতাংশ। এদের মধ্যে দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে- জন বিজ্ঞান বিভাগ থেকে এবং একজন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ই ফলাফল আমাদের শিক্ষার্থীদের পরিশ্রম ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার প্রতিফলন। আগামী বছর আরও ভালো ফলের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।”
ফলাফল তথ্যানুযায়ী দুটি স্কুল মিলিয়ে মোট ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে ৬০ জন পাশ করেছে। সম্মিলিত পাশের হার দাঁড়িয়েছে প্রায় ৯৫.২৪ শতাংশ।
এদিকে, প্রবাসে বাংলাদেশি কারিকুলাম অনুসারে পরিচালিত এসব বিদ্যালয়ের সাফল্য প্রবাসী অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে।
শিক্ষাবিদদের মতে, প্রবাসের সীমাবদ্ধতার মধ্যেও এ ধরনের ফলাফল প্রমাণ করে, বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠছে।