সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২ ডিসেম্বর আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস দু’দিন বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দূতাবাস ও কনস্যুলেটের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে ছুটির মধ্যেও জরুরি কনস্যুলার সেবা কার্যক্রম চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে জাতীয় দিবস উপলক্ষে আমিরাতজুড়ে সরকারি দপ্তরগুলো চার দিন এবং শারজাহতে সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিন বন্ধ থাকার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন ও উদ্দীপনায় দিবসটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

