কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিন জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ও বিকেলে অনন্তপুর বিওপি’র বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করে। এ সময় জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের সহায়তায় সীমান্ত দিয়ে মাদক পাচারের তথ্য জানা যায়। এর প্রেক্ষিতে উপজেলার অনন্তপুর বিওপি’র বিজিবি সদস্যরা ২৭ নভেম্বর দুপুর ও বিকেলে পৃথক দুটি বিশেষ অভিযান চালায়। তারা দুপুর আনুমানিক ২টার দিকে অনন্তপুর কদমতলা মাঠেরপাড় নামক স্থানে প্রথম বিশেষ অভিযানটি পরিচালনা করে। এ সময় সন্দেহজনক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে সংকেত দেয়।
কিন্তু বিজিবিকে দেখে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তার পালানোর চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। ২০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তি উপজেলার কাশেম বাজার এলাকার মো. জাহেদুল ইসলামের ছেলে মো. রাকিবুল ইসলাম (১৫)।
পরবর্তীতে একই বিওপি’র বিজিবি সদস্যরা বিকাল ৪টার দিকে পশ্চিম রামখানা ক্লিনিকমোড় নামক স্থানে আরেকটি পৃথক অভিযান চালায়। বিজিবি এ অভিযানে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে তল্লাশি করে ০৩ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে মোটরসাইকেলসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা নাগরাজ গ্রামের মো. সৈয়দ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫) ও নাগেশ্বরী কামারপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মেহেদী হাসান (৩২)।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আটককৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদকপাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।


