ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৩:২৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তার হওয়া তিন নেতা হলেন,  বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক দুলাল (৬০), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৭) এবং পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড ডি-ব্লক ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও সাবেক যুবলীগ নেতা মো. আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকন (৬০)।

ডিসি তালেবুর রহমান জানান, শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে মতিঝিল বিভাগের একটি দল খিলগাঁও থানার এলাকায় অভিযান চালিয়ে কাজী এমদাদুল হক দুলালকে গ্রেপ্তার করে। একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে পল্টন থানা এলাকা থেকে মোহাম্মদ ইসমাইল মিয়াকে আটক করে ডিবি মতিঝিল বিভাগ।

অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ডিবি মিরপুর বিভাগের একটি দল পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকনকে গ্রেপ্তার করে।

ডিবি কর্মকর্তারা জানান, নায়রা খোকন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং পল্লবীর সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। তিনি রাজধানীতে দলের বিভিন্ন ঝটিকা মিছিল ও সমাবেশের সমন্বয়ক হিসেবেও ভূমিকা রাখতেন।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, বলেও নিশ্চিত করেছেন ডিবি কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান।