ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় ১৮৪ জন অবৈধ অভিবাসী আটক

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০১:৪২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মালয়েশিয়ায় নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিলাইয়ের একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

নেগেরি সেম্বিলান ইমিগ্রেশনের পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার ১৬৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন। যাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। এর মধ্যে কতজন বাংলাদেশি সেটা জানা যায়নি।

ইমিগ্রেশনের পরিচালক বলেন, বৈধ পারমিট ছাড়া কাজ করার সন্দেহে বিদেশিদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে সকাল ৭টা ৫০ মিনিটে শুরু হওয়া এবং প্রায় চার ঘণ্টা স্থায়ী এই অভিযান চালানো হয়। আনডুকুমেন্টে শ্রমিকদের মধ্যে অনেকেই গ্রেপ্তারের ভয়ে কারখানার মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করে, কিন্তু ইমিগ্রেশনের হাত থেকে গ্রেপ্তার এড়াতে পারেনি।

ইমিগ্রেশনের পরিচালক কেনিথ  বলেন, আটককৃতদের আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। অপরাধের মধ্যে রয়েছে ভ্রমণ নথির অনুপস্থিতি, অতিরিক্ত সময় ধরে থাকা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অন্যান্য লঙ্ঘন।