ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নারী আইপিএল

বিশ্বজয়ী ভারতের দাম ২১.৪ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৮:১২ পিএম
ছবি: সংগৃহীত

মেয়েদের আইপিএলের নিলামে এবার আলাদা করে নজর ছিল ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের দিকে। কে কত দামে বিক্রি হচ্ছেন, আর কোন খেলোয়াড়দের নিয়ে কতটা প্রতিযোগিতা হচ্ছে— এ দিকেই তাকিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা।

নিলামের শেষে দেখা গেল, বিশ্বকাপজয়ী ভারতীয়দের মধ্যে কয়েক জন পেয়েছেন মোটা অঙ্কের চুক্তি, আবার কয়েক জনকে নিয়ে তেমন উৎসাহ দেখায়নি দলগুলো।

বিশ্বকাপজয়ী ভারতীয় দলে মোট ১৫ জন ক্রিকেটার থাকলেও নিলামের হিসাবে তালিকায় রাখা হয়েছে ১৩ জনকে। চোটের কারণে প্রতীকা রাওয়াল এখনো মাঠের বাইরে থাকায় তাকে এই তালিকায় রাখা হয়নি।

তার বদলি হিসেবে দলে জায়গা পাওয়া শেফালি বর্মা রয়েছেন তালিকায়। এ ছাড়া উমা ছেত্রী ও অরুন্ধতী রেড্ডি বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলায় তারাও বাদ পড়েছেন।

নিলামে দেখা গেছে, এই ১৩ জন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারের মোট মূল্য দাঁড়িয়েছে ২১ কোটি ৪০ লক্ষ রুপি ।

কারা গেলেন কোন দলে, কত দামে

স্মৃতি মন্ধানা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) – ৩ কোটি ৫০ লক্ষ রুপি

আগেই ধরে রাখা মন্ধানাই বেঙ্গালুরুর অধিনায়ক।

হরমনপ্রীত কৌর (মুম্বই ইন্ডিয়ান্স) – ২ কোটি ৫০ লক্ষ রুপি

বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ককেও আটকে রেখেছে মুম্বই। সেখানেও তিনিই নেতৃত্ব দেবেন।

শেফালি ভর্মা (দিল্লি ক্যাপিটালস) – ২ কোটি ২০ লক্ষ রুপি

আগের মতোই দিল্লির জার্সিতেই থাকছেন শেফালি।

জেমাইমা রদ্রিগেজ় (দিল্লি ক্যাপিটালস) – ২ কোটি ২০ লক্ষ রুপি

শেফালির মতো জেমাইমাকেও ধরে রেখেছে দিল্লি।

আমনজ্যোৎ কৌর (মুম্বই ইন্ডিয়ান্স) – ১ কোটি রুপি

অলরাউন্ডার আমনজ্যোৎকেও ধরে রেখেছে হরমনপ্রীতদের দল।

রিচা ঘোষ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) – ২ কোটি ৭৫ লক্ষ রুপি

বিশ্বকাপজয়ী দলের উইকেটরক্ষক রিচা ঘোষকেও আগে থেকেই ধরে রেখেছিল বেঙ্গালুরু।

দীপ্তি শর্মা (ইউপি ওয়ারিয়র্জ়) – ৩ কোটি ২০ লক্ষ রুপি

নিলামের সবচেয়ে দামি ভারতীয় দীপ্তি। প্রথমে ৫০ লক্ষে দিল্লি কিনলেও পরে ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করে তাকে ৩ কোটি ২০ লক্ষ রুপিতে ফেরায় ইউপি।

রাধা যাদব (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) – ৬৫ লক্ষ রুপি

গত মরসুমে দিল্লিতে থাকা রাধা এবার খেলবেন মন্ধানাদের হয়ে।

ক্রান্তি গৌড় (ইউপি ওয়ারিয়র্জ়) – ৫০ লক্ষ রুপি

মুম্বই ছেড়ে এবার ইউপিতে যোগ দিলেন এই তরুণ ক্রিকেটার।

শ্রী চরণি (দিল্লি ক্যাপিটালস) – ১ কোটি ৩০ লক্ষ রুপি

স্পিনার চরণিকে পেতে নিলামে বেশ লড়াই হয়। শেষ পর্যন্ত দিল্লিই তাঁকে দলে নেয়।

রেণুকা সিংহ (গুজরাত জায়ান্টস) – ৬০ লক্ষ রুপি

আগের মরসুমে বেঙ্গালুরুতে থাকা এই পেসার এবার খেলবেন গুজরাতের জার্সিতে।

স্নেহ রানা (দিল্লি ক্যাপিটালস) – ৫০ লক্ষ রুপি

গুজরাত ছেড়ে দিল্লিতে যোগ দিলেন স্নেহ।

হরলীন দেওল (ইউপি ওয়ারিয়র্জ়) – ৫০ লক্ষ রুপি

গত বার গুজরাতে থাকা হরলীন এবার দীপ্তিদের দলের অংশ।