ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে নান্দাইলে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৮:২০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নান্দাইল চৌরাস্তা গোলচত্বর এলাকায় সর্বস্তরের তৌহিদি জনতা এ কর্মসূচি পালন করে।

নান্দাইল চৌরাস্তা ব্যবসায়ী ও যুবদল নেতা সাব্বির ভূইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতা আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তিকারী বাউল আবুল সরকারকে অবিলম্বে ফাঁসি দেওয়ার জোর দাবি জানান। তারা বলেন, যাতে করে ভবিষ্যতে আর কোনো বাউল বা ব্যক্তি আল্লাহ, রাসুল ও কুরআন সম্পর্কে কটূক্তি করার সাহস না পায়।

বক্তারা বলেন, বাউল আবুল সরকার শুধু আল্লাহকে নিয়েই কটূক্তি করেননি, তিনি কুরআনের সুরা নাস নিয়েও বিভিন্ন ধরনের ব্যঙ্গ করেছেন, কুরআনের দৃষ্টিতে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। বক্তব্য শেষে তৌহিদি জনতা ‘ফাঁসি চাই, দিতে হবে’, ‘আবুল সরকারের ভণ্ডামি, এ বাংলায় ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নান্দাইল চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে বাউল আবুল সরকারের ফাঁসি কার্যকরের দাবি জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন: মাওলানা মো. শামসুল হক, মো. আবুল কালাম, খেলাফত মজলিসের নেতা মো. আসাদুজ্জামান রনি, ব্যবসায়ী মো. মাহমুদুল হাসান রিয়াদ, মো. আনিসুর রহমান, যুবদল নেতা মো. মোজাহিদুল ইসলাম, মো. সাব্বির ভূইয়া, সাংবাদিক মো. শাহজাহান ফকির প্রমুখ।