ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

‘বাঁচাও আল্লাহ’—ট্রেনের নিচে শিশু, বিমানবন্দর স্টেশনে হৃদয়বিদারক ঘটনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১১:৪৪ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া ছবি

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন। ট্রেনের হুইসেল আর মানুষের ভিড়ের মাঝে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে আতঙ্ক— একটি শিশুর করুণ চিৎকার, ‘বাঁচাও আল্লাহ…!’

ট্রেনের নিচ থেকে মাথা বের করে মহান আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাইছিল সেই শিশুটি। মুহূর্তের মধ্যে চারপাশের মানুষ ছুটে আসে। ট্রেনের চাকার নিচে পড়ে শিশুটির একটি পা থেঁতলে গেছে—এই দৃশ্য দেখে স্টেশনের বাতাস মুহূর্তেই ভারী হয়ে ওঠে। কেউ ছুটে তার বাবা-মাকে খুঁজছেন, কেউ অসহায় চোখে তাকিয়ে শুধু চোখের পানি ফেলছিলেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে বিমানবন্দর রেলস্টেশনের এই হৃদয়বিদারক দৃশ্যটি উপস্থিত যাত্রীদের চোখের সামনেই ঘটে। মুহূর্তেই ঘটনাটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি হয়তো আশপাশের এলাকার বাসিন্দা বা পথশিশু। তবে তার পরিচয় তখনও নিশ্চিত করা যায়নি। স্থানীয়রা প্রথমে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে পাঠানো হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)।

চিকিৎসকরা আশঙ্কা করছেন, যেভাবে চাকার নিচে তার পা আটকে ছিল, তাতে হয়তো সেই পা আর বাঁচানো নাও যেতে পারে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস ট্রেনটি শিশুটিকে ধাক্কা দেয়। কীভাবে সে ট্রেনের নিচে চলে গেল, তা নিশ্চিত বলতে পারেননি কেউই। তবে শিশুটির আর্তচিৎকার শুনে যাত্রীরা দ্রুত সংকেত দেন। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে তাকে উদ্ধার করা হয়।