বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাইয়েবা (১১) নামের আরও এক জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হল। এখনো ভর্তি রয়েছে একজন। এই ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২০ জনের মৃত্যু হয়।
বুধবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
তিনি জানান, ‘সাইয়েবা নামে এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমাদের জাতীয় বার্ন ও ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাইয়েবা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার শরীরে ২২ শতাংশ দগ্ধ ছিল। সাইয়েবা জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জহিরুল ইসলামের কন্যা। বর্তমানে ঢাকার উত্তর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। সাইয়েবারা দুই ভাই এক বোন।
তিনি আরও জানান, বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যে শিক্ষার্থী ভর্তি আছে তারও শারীরিক অবস্থা উন্নতির দিকে। আশা করছি সেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তারা পরবর্তীতে জাতীয় বার্নে এসে চিকিৎসা নিতে পারবে। তাদের অপারেশনে প্রয়োজন হলেও আমরা করতে পারবে বলেও জানান তিনি।
গত (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহতের ঘটনা ঘটেছে।

