একটি ট্রেনের নিচে আটকে থাকা শিশু মাথা বের করে বারবার চিৎকার করছিল—‘বাঁচাও আল্লাহ’। ট্রেনের চাকার নিচে একটি পা চলে যাওয়া শিশুটিকে দেখে স্টেশনে থাকা যাত্রীরা হাহাকার শুরু করেন। কেউ ছুটে যান তার বাবা-মাকে খুঁজতে, কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন অসহায় শিশুটির দিকে তাকিয়ে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঘটনাটি ঘটে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে—যেখানে সবাই থমকে যায় মুহূর্তে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
তারা আরও জানান, শিশুটি আশপাশের এলাকার বাসিন্দা বা পথশিশু হতে পারে। যেভাবে ট্রেনের চাকার নিচে তার পা আটকে পড়েছিল, তাতে পা’টি কেটে ফেলা লাগতে পারে।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী উপকূল এক্সপ্রেসে ট্রেনের চাকার নিচে আটকে পড়েছিল শিশুটি। কিন্তু কীভাবে সে ট্রেনের নিচে গেল জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের খবর পেয়ে ট্রেন থামিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ওই শিশুর পরিচয় জানা যায়নি।


