রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার একটি বাসায় মো. শাফায়েত (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাফায়েতের বাবা আশরাফুল আলম জানান, আমি আমার ও স্ত্রী কামরাঙ্গীরচর এলাকায় টেইলার্সের কাজ করি। আমার ছেলে শাফায়েত আগে পড়াশোনা করত, বর্তমানে করে না। অতিরিক্ত পড়াশোনার কারণে মানসিক সমস্যা দেখা দেয়। এরপর থেকেই সে বাসায় থাকে। গতরাতে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকায়। বর্তমানে কামরাঙ্গীরচর একটি বাসায় ভাড়া নিয়ে থাকি। আমার এক ছেলে এক মেয়ের মধ্যে সাফায়েত ছিল ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


