ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৮:৩৯ এএম
ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকা আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নানা রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মসূচিতে মুখর থাকবে। দিনের শুরু থেকেই বিভিন্ন দল, সংস্থা ও সংগঠন তাদের নিজ নিজ আয়োজন পরিচালনা করবে।

বিএনপি

শহীদ ডা. শামসুল আলম মিলন দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মিলন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাবে বিএনপি। 

সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব আব্দুস সালাম হলে আলোচনা সভায় থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  নজরুল ইসলাম খান।
 
দুপুর আড়াইটার দিকে শাহাজাহানপুর মৈত্রী সংঘ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে গণ মিছিল বের হবে।

ডিএনসিসি

গুলশান-২ এ দুপুর দেড়টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের অধিকার এবং বাড়িভাড়া বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। উপস্থিত থাকবেন ঢাকা শহরের বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা।

মৎস্য উপদেষ্টা

সকাল ৮টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হবে। যা পরবর্তীতে শেরে বাংলা নগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এই র‌্যালিতে নেতৃত্ব দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

জাতীয় শিক্ষা সেমিনার

কামরাঙ্গীরচর সকাল সাড়ে ১০টায় জাতীয় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

বিকেল ৫টায় রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। এতে অংশ নেবেন মিশর, তানজানিয়া, ইরান ও পাকিস্তানের খ্যাতিসম্পন্ন অতিথিরা। এতে আরও উপস্থিত থাকবেন- বিএনপির পক্ষে মির্জা আব্বাস, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আ ন ম এহসানুল হক মিলন, নবী উল্লাহ নবী, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, জামায়াতে ইসলামীর পক্ষে কবির আহমাদ, কামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শাহ ইফতেখার তারিখ, মুহাম্মদ ইব্রাহিম, এনসিপির পক্ষে থাকবেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলন

বরিশাল সদরে চরমোনাই ময়দানে সকাল সাড়ে ১০টায় দেশের শীর্ষ উলামা-শিক্ষাবিদ-বুদ্ধিজীবীদের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

জামায়াতে ইসলামী

পশ্চিম শেওড়া পাড়া রাত ৮টায় ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।