বাংলা সংগীতজগতের অন্যতম নক্ষত্র ছিলেন সেলিম হায়দার। তিনি ফিডব্যাক ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে প্রায় ৬৫০০ গানে তার সুর ও পারদর্শিতা ছড়িয়ে দিয়েছেন—স্টেজ হোক বা রেকর্ডিং, তিনি ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। স্টেজ রেকর্ডিং ও ব্যান্ড মিউজিশিয়ান হিসেবে এই কুশলী গিটারিস্ট বেশ সুনাম কামিয়েছেন।
দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দৈনিক রূপালী বাংলাদেশকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।
সত্তরের দশকের মাঝামাঝিতে যাত্রা করে ‘ফিডব্যাক টুয়েন্টি সেঞ্চুরি’ নামে একটি ব্যান্ড দল। শুরুর দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইংরেজি গান পরিবেশন করতেন সেলিম হয়দার, রোমেল খান, ফুয়াদ নাসের বাবুরা। ১৯৭৬ সালে অ্যালবামের মধ্য দিয়ে বাংলা গানের জগতে যাত্রা শুরু করে ‘ফিডব্যাক’, যাদের রেকর্ড করা প্রথম গান ছিলে ‘এই দিন চিরদিন রবে’। গানটির সুর করেছিলেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্যদের দেশ বরেণ্য এই গিটারিস্ট সেলিম হায়দার।
তিনি বলেন, সেলিম ভাই সংগীতের একজন নক্ষত্র। অনেক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। গত চার দিন আগেও তিনি জানিয়েছিলেন সেরে উঠছেন৷ সে সময় স্টেজে ফেরার আশাও ব্যক্ত করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গুণী এই মানুষটি চলেই গেলেন।
বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন সেলিম হায়দার। মাঝে কিছুটা সুস্থ হয়েছিলেন জানিয়ে চার দিন আগে ফেসবুক পোস্টে লিখেন, ‘আমি সেলিম হায়দার কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম, আপনাদের দোয়ায় এখন সুস্থতার পথে। ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আপনাদের মাঝে আগের মতো ফিরে আসব এবং ইনশাল্লাহ স্টেজে দেখা হবে।’
ফিডব্যাক গঠনের আগে সেলিম হায়দারের প্রথম ব্যান্ড ছিল সন্যাসী। এই শিল্পী ফিল্ম ও ক্যাসেট মিলিয়ে এ পর্যন্ত প্রায় ৬৫০০ গানের সঙ্গে বাজিয়েছেন। পাশাপাশি নিয়মিত বাজাতেন প্রখ্যাত শিল্পী রুনা লায়লা এবং কুমার বিশ্বজিৎ-এর সঙ্গে। সংগীতাঙ্গনের নবীন-প্রবীণ সবার প্রতি তার সহযোগিতার হাত প্রসারিত ছিল সবসময়।
অন্তর্মুখী এই শিল্পী মূলত লিড গিটারিস্ট হলেও বেজ, রিদম গিটার, এক্যুষ্টিক ড্রাম ও কী-বোর্ড বাজানেতেও সমান পারদর্শী ছিলেন। তার সুর করা ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান হলো, ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ঐ দূর থেকে দূরে’। গুণী এই শিল্পী বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর অর্কেষ্ট্রাতে ড্রাম ও গিটার শিক্ষকও ছিলেন বহুদিন।


