জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাজরাপাড়া গ্রামে ১০ শতক জমির মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বহুদিন ধরেই জমিটি নিজেদের বলে দাবি করে আসছিল দুই পক্ষ। এ নিয়ে বাদী হয়ে আদালতে মামলা করেছেন বুলবুল আহাম্মেদ। তিনি পাঁচজনকে বিবাদী করে মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে গত ২৬ নভেম্বর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার পাপ্পু কুমার প্রামাণিক বিরোধপূর্ণ জমিটি সরেজমিনে পরিদর্শন করেন।
সার্ভেয়ার পাপ্পু কুমার প্রামাণিক বলেন, ‘১০ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত করেছি। শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৯৯৪ সাল থেকে জমিটি বুলবুল আহাম্মেদের পরিবারের দখলে রয়েছে। কয়েক মাস আগে তারা জমিটি তারের বেড়া দিয়ে ঘিরে রাখেন।
গ্রামের বাসিন্দা মো. ওয়াহেদ (৬০) বলেন, ‘জমিটি অনেক দিন ধরেই বুলবুলদের দখলে আছে। কয়েক মাস আগে তারা তার দিয়ে ঘিরে ফেলেছে।’
মামলার বাদী বুলবুল আহাম্মেদ বলেন, ‘আমার বাড়ির পাশে ১০ শতক জমি আমার মায়ের নামে খতিয়ানভুক্ত। মা মারা যাওয়ার পর আমরা ওয়ারিশরা এই জমির মালিক। কিন্তু সাজেদুর রহমানরা জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি দাবি করছে। এ কারণেই আমরা আদালতে মামলা করেছি।’
অন্যদিকে সাজেদুর রহমান বলেন, ‘জমিটির মালিক আমার বাবা আবু তালেব তরফদার। আমাদের জমিটি বুলবুলরা দখল করে রেখেছে।’


