চুয়াডাঙ্গায় হঠাৎ করে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বহির্বিভাগ ও আন্তঃবিভাগে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে। রোটা ভাইরাসের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়া বেশি দেখা যাচ্ছে। শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভোগান্তি বাড়ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সর্দি, কাশি ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৫৬ জন রোগী ভর্তি রয়েছেন।
শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন জানান, শীতের তীব্রতা বাড়ার কারণে সর্দি, কাশি ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েছে। বিশেষ করে ৬ মাস থেকে দুই বছরের শিশু রোটা ভাইরাসের কারণে বেশি আক্রান্ত হচ্ছে।
এ ছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রংকাইটিসসহ বিভিন্ন রোগও দেখা যাচ্ছে।
শয্যার তুলনায় বেশি রোগী থাকায় অনেককে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে, যার কারণে সুস্থতার হার কম। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তবে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে বলে জানান ডা. মাহবুবুর রহমান মিলন।


