ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় আজ শুক্রবার রাত ২টার দিকে সন্ত্রাসীদের গুলিতে শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল মস্তুর ছেলে মোহাম্মদ সাদ্দাম মিয়া (৩৭) নিহত হয়েছেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, রাজনৈতিক কোন্দল ও শত্রুতার কারণে সাদ্দামকে হত্যা করা হয়েছে।
সাদ্দামের স্ত্রী ফারজানা আক্তার বলেন, ‘রাত একটা পর্যন্ত আমি আমার স্বামীর সঙ্গে ছিলাম। আমি ঘুমাতে যাওয়ার পর কিছুক্ষণ পর একজন এসে খবর দেয়- ‘ভাবি, বাইকে গুলি করেছে।’ ছুটে গিয়ে দেখি আমার স্বামী মাটিতে লুটিয়ে আছে। আমার শ্বশুরের অনেক শত্রু আছে, রাজনৈতিক হিংসার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।’
মৃত সাদ্দামের দুই কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবার একই এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হয়, গুলিবিদ্ধ দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়।


