ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নির্বাচিত সরকার ছাড়া কোন সংস্কার টেকসই নয়: ইশরাক হোসেন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৬:২৪ পিএম
ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি- সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে কোন সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, ‘সংস্কার চলমান প্রক্রিয়া হতে পারে, কিন্তু নির্বাচন থামিয়ে রাখা যায় না।’

শুক্রবার (২৮ নভেম্বর) ৪৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলব্যারাক জিরো পয়েন্টে নবনির্মিত ফোয়ারা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, “বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাধ্যমে, এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।”

তিনি অভিযোগ করে বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে বিভক্ত করা হয়েছে। ‘মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ’ বলে জাতিকে ভাগ করে শোষণ চালানো হয়েছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে।’

ইশরাক বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। এক মাসে দেড় হাজারের বেশি ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।’

বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনের সময় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এখনও চলছে, তবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণ তাদের পাশে থাকবে।’

ইশরাক হোসেন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবিকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না বলে উল্লেখ বলেন, ‘এতে এলাকার জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারাবে।’

তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর সংঘটিত গুম-খুন ও নির্যাতনের বিচার দাবি করে বলেন, ‘আমরা ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীর গুম ও হত্যার বিচার চাই। তবে সেই বিচার হতে হবে নিরপেক্ষ ও সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে, প্রতিহিংসার মাধ্যমে নয়।’

দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে রয়েছেন। দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই।’

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ইশরাক হোসেন বলেন, ‘এই অবিচল নেতৃত্বের কারণে গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতন সম্ভব হয়েছে।’

শেষে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে এবারের নির্বাচনে একটি সুযোগ চাই। যদি ভুল করি, আপনারাই পরের নির্বাচনে তার বিচার করবেন। জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।’

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।