ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৬, রেড অ্যালার্ট জারি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৬:৩৬ পিএম
শ্রীলঙ্কায় বন্যা পরিস্থিতি। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কায় টানা ভারি বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০০’র বেশি ঘরবাড়ি।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, মধ্য প্রদেশের পাহাড়ি জেলা বদুল্লা ও নুয়ারা এলিয়াতেই ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি।

বদুল্লা ও নুয়ারা এলিয়াতে ভূমিধসে প্রাণ হারিয়েছে অন্তত ২৫ জন। এসব এলাকায় এখনো ২১ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আরও ১৪ জন আহত হয়েছেন।

দেশের বিভিন্ন স্থানে চলমান ভূমিধসে আরও মানুষ মারা গেছে এবং অনেকেই আটকা পড়েছে। তাদের উদ্ধার ও সহায়তায় কাজ করছে জরুরি বিভাগ। প্রবল বর্ষণের কারণে দেশজুড়ে সকল সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত সপ্তাহ থেকে দেশজুড়ে বিরূপ আবহাওয়া শুরু হলেও বৃহস্পতিবার পরিস্থিতি আরও অবনতি হয়। প্রবল বর্ষণে ঘরবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়। কিছু যানবাহনও ভেসে গেছে।

প্রবল বৃষ্টিপাতের কারণে নদ-নদী ও জলাধার উপচে পড়ায় কয়েকটি প্রধান সড়ক বন্ধ রাখতে হয়েছে। এ ছাড়া পাহাড়ি অঞ্চলে রেলপথে পাথর, কাদামাটি ও গাছ পড়ে যাওয়ায় কিছু এলাকায় ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে।