ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৬:৪৯ পিএম
দোয়া মাহফিল ও কম্বল বিতরণ। ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থ্যতায় ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের কাজিপুরা গ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ফারুকীয়া রওজাতুল উলুম মাদ্রাসার সামনে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জান রতন।

অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মাজেদ মেম্বার। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক গজারিয়া ইউনিয়ন যুবদল রফিকুল ইসলাম রফিক।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাফিকুল ইসলাম ভিপি মাসুম, জেলা যুবদলের সদস্য সচিব মুজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তপন চৌধুরী।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার।

উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি, সাধারণ সম্পাদক লাভলী আক্তার, উপজেলা জাসাস সভাপতি সেলাইমান প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, গজারিয়া কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সভাপতি নয়ন।

গজারিয়া সরকারি কলেজ এর সভাপতি হিমেল সরকার,টেংগারচর ইউনিয়ন মহিলাদলের নেত্রী নূরজাহান আক্তার সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া মাহফিল শেষে বিএনপি নেতা কামরুজ্জামান রতন উপস্থিত হাজারো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ঠাণ্ডায় কষ্ট পাওয়া মানুষের মুখে একটু স্বস্তি ফেরাতে পেরে আমরা আনন্দিত। খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার রোগমুক্তি কামনায় সকলকে নামাজ পরে মন খুলে দোয়ার আহ্বান জানান।