ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

দুমকিতে হোগলা পাতার ঝোপে মিলল বৃদ্ধের মরদেহ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৫:৫৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকিতে চরগরবদি এলাকার হোগলা পাতার ঝোপ থেকে মো. জয়নাল ফরাজী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরগরবদী ফেরিঘাটের দক্ষিণ পাশে হোগলা পাতার বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালেই বাড়ি থেকে বের হন জয়নাল ফরাজী। দুপুরে খাবার খেতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার নিজ ঘেরের কাছে হোগলা পাতার ঝোপে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য হাসান মাহমুদ খোকন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহটি হোগলা পাতার ঝোপের ভেতরে পড়ে ছিল। তুলে দেখার পর ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন চোখে পড়ে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’